Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

৫ নং কোলা ইউপির যোগাযোগ ব্যবস্থা

 

বদলগাছী থানার ৫ নং কোলা ইউনিয়ন পরিষদ বদলগাছী সদর থেকে ৭ কিলোমিটার পূর্ব দিকে ভান্ডারপুর বাজারে অবস্থিত। থানা সদর ছাড়া অন্যান্ন ইউপির তুলনায় এ ইউপির যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত উন্নত। এবং অন্যান্ন ইউপির সাথে অতি সহজেই যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়। ভান্ডারপুর বাজার থেকে উত্তর দিকে ৩ কিলোমিটার পথ মিঠাপুর বাজার যেখানে মিঠাপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত, দক্ষিন দিকে ২ কিলোমিটার পথ কোলা বাজার এবং কোলা বাজার থেকে ১/২ কিলোমিটা পথ দ্বীপগঞ্জ বাজার যেখানে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ অবস্থিত আর এ পথটির সাথে সরাসরি জেলা শহরের সংযোগ রয়েছে।

এ ছারা রাজধানীর সাথে এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ও অতি উন্নতমানের। রাজধানী ঢাকা যাওয়ার প্রায় প্রত্যেকটি বাস যেমন –হানিফ, শ্যামলী, শাহফতে, কেয়া পরিবহন ভান্ডারপুর বাজার থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে, ভান্ডারপুর বাজার থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে আক্কেলপুর থানা হয়ে জয়পুরহাট এবং বগুড়া রোডে ছেরে যায় এবং আসে।

তাছাড়া রেল যোগাযোগ ব্যবস্থা ও সুবিধাজনক কারন অতি সহজেই পূর্ব দিকে ৫ কিলোমিটার পথ আক্কেলপুর ষ্ট্রেশন, যেখান থেকে ঢাকা, রাজশাহী, বগুড়া ছাড়া ও অন্যান্ন স্থানে রেল পথে যাওয়া যায়।